আকাশের রবি
কবি কনক প্রভা বকসী


রবি তুমি এতই ভালো
তোমার সাথে হয়না তুলনা
তুমি আছো আকাশেতে
তাপ দিচ্ছো সবখানেতে ।।


কোন কমবেশি নাই
অবিরত দিয়ে যাচ্ছো,পৃথিবীতে ঢেলে
তাই পৃথিবী টিকিয়ে আছে তোমারই জন্য
তুমিতো বলোনা আর পারব না দিতে।।


তোমায় দেখে সংশোধনী
কেউ কি হতে পারে না..?
তুমি আছো পৃথিবী‌ হতে দূরত্ব ১৫ কোটি মাইল দূরে..
বুধ গ্রহ তোমার কাছে অবস্থান নিয়েছে।।


তোমার তাপে বুধের দেহ ফেটে
চৌচির হয়েছে, আকাশ থেকে একটি বার্তা
পাঠাও এই পৃথিবীর কাছে
ভালো থাকো তোমরা সবাই চিন্তা করিও না।।


কোনদিন এই তাপ থেকে কেউ বঞ্চিত হবে না
আমার দেখে শিখো‌ তবে চেষ্টা করো
হতে পারি যেন আকাশেরই রবি..!!
স্মরণ করো আমার কথা প্রতি প্রাতঃকালে।।


পূর্ব আকাশে উঠিয়া আমি রক্তিম হয়ে
সন্ধ্যাকালে অস্ত যাই
পশ্চিম আকাশেতে
শ্রদ্ধা জানাও আমার প্রতি দুই হাতটি উপরে তুলে
খুশি হবো অনেক আশীর্বাদ পাঠিয়ে দিব।।


শীতকালেতে প্রখর তাপে ডুবিয়ে রেখে দিবো
শীতে কাঁপতে হবে না,তাপ না পেলে শীতে হবে বরফ
তাপ অভাবে জীবনখানা ঠান্ডা হয়ে যাবে
টিকবে কি আর দেহ..?
আমায় নিয়ে গবেষণা বসো প্রতিদিন..!!
নতুন নতুন তথ্য পাবে সুখে থাকবে চিরদিন।।