আর কতদিন বন্দী ঘরে
কবি কনক প্রভা বকসী


ছিলো শিশু খোলা মাঠে
ছিলো শিশু বিদ্যালয়ে
এখন শিশু বন্দী ঘরে
মহামারী পৃথিবীতে জেঁকে বসেছে।


কয়েক মাস গত হয়
ছেড়ে পালায় না
ঘর বন্দী শিশুরা
বায়না ধরে সারা দিন।


যাবে মাঠে খেলবে তারা
খেলার সাথী নিয়ে
শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবে কবে
পড়বে কবে হেলে দুলে।


শিশুরা এখন বন্দী ঘরে
মায়ের আঁচল ধরে
প্রতিদিন হাজার বায়না
মনের ভিতরে।


এত কথার উত্তর দিবে কে..?
বসে থাকে জানালার ধারে
তাকিয়ে দেখে সুদূর পানে
বন্যার জলে ভরে আছে,
সারা মাঠ জুড়ে।


মহামারীর দাপট সামাল দেওয়া কঠিন
কচি কচি শিশু নিয়ে..
পিতা মাতা আছেন‌
অনেক চিন্তা নিয়ে..!!
সবাই করো হাতদুটি জোড়।


ও দয়াময় মুক্ত করো দেশ
মুক্ত করো রোগবালাই
কচি কচি শিশুর মুখে
ফোঁটাও মজার হাসি..।।


রচনাকাল: ০৮-১০-২০২০
সময়: ১১:৩০ মিনিটে
দিনাজপুর।