আর কত দিন?
কবি কনক প্রভা বকসী


বয়স তো আশি
কখন ডাক আসিবে!
নিয়ে যাবে কাঁধে করে
যেতে হবে পরপারে,
আয়ু হয়েছে শেষ।
জোর জুলুমের কিছুই নাই
হুকুম এসেছে;
কি কান্ড কারখানা..?
গোটা পৃথিবীটা ধরে..!!
সুন্দর সুন্দর মানুষ চলে যায়
মাটির নিচের ঘরে।
ব্যক্তিটির ভিতরে কত জ্ঞান ছিল
ছিলেন একজন শিক্ষক,
তাকে কেন নিয়ে গেল..?
ঘাটতি হলো অনেক।
তাহার মতো অন্যজন..!!
আর কি হবে এই দুনিয়ায়..?
তিনি তো আর বলবেন না কথা।
দিবে না তো জ্ঞান;
যাওয়া-আসা শেষ হয় না
হতেই থাকে অহরহ।
আবার একটু গড়াই নিতে হয়,
অনেক কষ্ট করে..!!
এই হচ্ছে জগতের নিয়মনীতির ধারা।।


রচনা কাল: ১৪-০৮-২০২০
সময়: সকাল ১০:১০
দিনাজপুর