কবিতার নাম: বিশ্ব বাবা দিবস
কবি কনক প্রভা বকসী


বাবা যে হয় সন্তানের পিতা
অনেক দিবস পালন হয় বিশ্ব নিয়ে..!!
সব দেশে তে এখন।
একুশে জুন বাবা দিবস
বাবার সম্মান করো..!!
যত আছো বাবার সন্তানেরা
বাবা যে একটি বড় খুঁটি।
সন্তানের কাছে জড়িয়ে রাখে..!
অন্তরেতে খুলে দেয় না তারে।
বাবার মত তোমরা আবার
হবে বাবার মতো..!!
কারো খুঁটি চলে গেছে পরোপারের স্রোতে
কারো খুঁটি দাঁড়িয়ে আছে এই ত্রিভুবনের মাঝে
বাবার সম্মান বাবাই পাবে সন্তানেরই কাছে
বঞ্চিত হলে দুঃখ পাবে কাঁদবে।
তখন গালে হাতটি দিয়ে..!!
বাবার ভুলে দুঃখ পেয়ো না।
ভুলযে করতে পারে
তোমাদের ভুল দেখেনা কখনও
উড়ায় হাসিমুখে..!!
যাদের বাবার মৃত্যু হয়েছে
কান্না করে কি পাবে আর বাবাকে..?
স্বর্গের পরে পিতার স্থান।
পিতাকে প্রণাম---------
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ।
পিতোরি প্রিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ।।