কবিতার নাম: বধুবরণ
কবি কনক প্রভা বকসী


দিব্য জ্যোতির বিয়ে হলো
বধু নিয়ে এসেছে অশোকপুরে
নিজের বাড়ির দুয়ারে।
শাশুড়ি মাতা যোগমায়া বলে
ও বৌমা হেমামালিনী..
বধু তুমি বরণ করে আনো।।
অগ্নি বাতি ধুপবাতি আগরবাতি
ফুল দিয়ে বরণ করে আনো
তোমার পুত্রবধূকে।।
বধূবরণ করবো নাকো থাকবে
তারা বৈঠকখানা ঘরে ডাক্তার
এসে দেখবে তাদের করোনা মুক্ত কিনা।।
সহসা কেন আনবো আমি ঘরে?
বিপদ কেন আগেই ডেকে আনবো আমি ঘরে?
প্রতিবেশী রাসেশ্বর বলে ওঠে...
এমন আশ্চর্য কথা কখনো শুনিনি!!
ডাক্তার দেখায় বধূ কেন?
বরণ করতে হবে চাটার্জী মশায় বলে
ওরে বাবা জানো না।।
দেশ দুনিয়ায় করোনা গেছে ভরে
করোনা ছুঁইলে জীবন যায়
বাঁচে না জীবন আর..!!
ঠিক আছে হবে বরণ পরে
নিরীক্ষার পর হবে তাদের বরণ।।