ঘুঘু আছে গাছের ডালে
মনের সুখে ডাকে কুহু কুহু
শিকারি আছে চুপটি করে
ভাবে পাখির কখন প্রাণটা কেড়ে নিবে।

মনে মনে ভাবে শিকারি,
তোমার মরন যে আমার হাতেই আছে
আরেকটু সময় তাকিয়ে দেখো
এই দেখাই হলো শেষ।


আনবো আমি স্বীকার করে
খাবো ছিঁড়ে ছিঁড়ে
পাখি মেরে শিকার করে
খাওয়া আমার পেশা।


ভালো শিক্ষা নেওয়া
আমার ভাগ্যে জোটেনি
আনতে থাকি স্বীকার করে
ঝুলিয়ে কান্দে পাখি।


এমন সময় ঝোপ থেকে
বেরিয়ে এলো বাঘ
ভয়ে আমি থরোথরো
এই বুঝি জীবন যায়।


ভাবলাম আমি পশুকে
যেমন স্বীকার করে
এতদিন করেছি পাপ
আজ বাঘে আমায় গিলে খাবে।


শোধ হবে যে এই নিষ্ঠুর অপকর্ম
অন্যায় করলে মাফ নাই
বুঝলাম হারে হারে
জীব হত্যা মহাপাপ,
আজকে জানিলাম।


মনের ভুলে গায়ের জোরে
করেছি এই জঘন্য কাজ
তার জন্য দিতে হচ্ছে,
বাঘের কাছে এই ভুলের মাশুল।।


রচনা কাল: ০৫-১২-২০২০
সময়: বিকেল ৫:৩০ টায়
দিনাজপুর।