কবিতার নাম: বসবাসের দুনিয়া
কবি কনক প্রভা বকসী


না আসতাম এই দুনিয়ায়
না পেতাম এত বড় বড় কষ্ট
করোনার মৃত্যু কঠিন মৃত্যু
যে মরে সে বুঝে!!
জীবনটা যাওয়ার সময় বোঝায় দেয়
কত যে কষ্ট !!
হায়রে..বলে যাওয়ার সময় রাখে না।
কেন আসলাম কেন গেলাম?
আর আসবো না দৃঢ় প্রতিজ্ঞা।
এই দুনিয়ার ত্রিতাপ জ্বালা
আর সইতে পারবো না।
সবাই তোমরা ভালো থাকো
সৃষ্টির গুণ গাও..!!
বলো মৃত্যু করে অন্য উপসর্গে..
তাই বলে এই ভয়ঙ্কর করোনা উপসর্গে নয়।
দুনিয়া ভালো সব ভালো..!!
মৃত্যু যে বড় কঠিন
দোষ হয় কেন এই দুনিয়ার।।