ছিঁড়তে পারে না
কবি কনক প্রভা বকসী


এমন কাজ নাই যে,সৃষ্টির সেরা জীব পারে না
যারা অন্যায় নিয়ে লিপ্ত থাকে
কেবল পারিনি পৃথিবী ছিঁড়তে
করেছে ক্ষেতের ফসল বিনষ্ট ।


বৃক্ষনিধন,পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
জীবের জীবন নাশ, ছলচাতুরি ছিনতাই
ধন সম্পদ লুটে নেওয়া,সুযোগ বুঝে
সব নিঃস্ব করে হাতিয়ে নেওয়া।


কত যে অপকর্ম করে থাকে?
তার শেষ নাই
যদি পৃথিবী ছিঁড়তে পারতো
তাহলে কি হতো..?


সবকিছু পৃথিবীতে আঁকড়ে আছে
সৎ ব্যক্তিদের কোথায় ঠাঁই হতো
সৃষ্টিকর্তা এত সুযোগ দেয়নি
এমন ভাবে পৃথিবী বেঁধে রেখেছে..!!
পারবেনা ছিঁড়তে,সৃষ্টি বুঝেছে।।