কত দূরে চলে গেছে
কোথায় খুঁজে পাবে..?
চলেই যদি যায় পরপারে
খুঁজে পাবেনা তাকে,
খুঁজে লাভ হবে কি..?
নিজেও তো আর ফিরে,
আসতে পারে না।
থাকবে চির ঘুমে
তাহাকে কোন ভাবনায় রাখবে না
পৃথিবী থেকে উধাও..!!
পরজগতকে কেহ দেখতে পায়না।
আকাশ পানে চেয়ে থাকলেও
কিছুই দেখতে পাওয়া যায় না
কেবল দেখা যায়
আকাশটা ধূসর ধোঁয়ার মতো..!!
আর দেখা যায় সাঁঝের তারা
চাঁদের ঘন আলো;
দিবাকালে দেখা যায়
সূর্যের প্রখর তাপ।
কেউ পাই‌নি দেখা পরপার
পরপার নিয়ে ভাবাও..!!
কঠিন একটা কাজ;
যেখানে কোনো উত্তর মেলে না
কেবল ভাবার মধ্যেই থাকা।।


রচনা কাল: ১৪-১১-২০২০
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর।