কবিতার নাম : চরণ
কবি কনক প্রভা বকসী


ও বাবুজি গড়িয়ে গড়িয়ে
রাস্তা দিয়ে তুমি কেন যাও?
দুই পা দিয়ে হেঁটে হেঁটে
পথটি বেয়ে যাবে..
গড়িয়ে গড়িয়ে গেলে..
দেহ হচ্ছে ধুলায় ধূসর
পা দুটি দিয়েছেন সৃষ্টিকর্তা
সচল নাহি আজ
যার কারণে দেহের ভরে
চলতে আমায় হয়
ও বাবুজি চেয়ে দেখো
পথ দিয়ে যায় যে পথচারী
তাদেক তুমি বলো গিয়ে
কিছুদিনের জন্য আমায়
ধার দাও না পা দুখানি  
প্রতি ব্যক্তি দুটি করে পা
দিয়েছেন তিনি...
বাড়তি কোনো পা কাহারো
দেহের সাথে যুক্ত করেনি
চাওয়া মাত্র দুটিপা খুলে
দিতে পারবে না যে আমায়
টাকা পয়সা ধার চলে দেহের কোনো
অঙ্গ ধার পাওয়াটা কোনো বিধান নাই
এখন সবে একটি কথা..
থাকতে হবে প্রভুর নামে
পরপারের ডাক আসিবে
চলে যেতে হবে।।
আবার যখন আসবো
নতুন দেশে নতুন পা
নিয়ে হাটবো আমি আরামায়েশে....।।