দান তুমি নিষ্পাপ
ঝামেলা হীন
নাই কোন অভিযোগ
নাই কোন বিতর্ক।

তুমি অনন্তকালের সঙ্গী
দিয়েছো হাতে নিয়েছো সাদরে
চাইবে না কোনদিন ফেরত
হবে না তোমার মুখোমুখী।

পাওনা আছে মিটাও
দান নিঃস্বার্থ
তাই দানটাও অতিপ্রিয়।।

রচনাকাল
তারিখ: ২৪-০৫-২০২৫
সময়: দুপুর ৩:০০ টায়
দিনাজপুর।