ডাকলে সৃষ্টিকর্তা আসবেন কি?
কবি কনক প্রভা বকসী


ধৃতরাষ্ট্র পঞ্চপান্ডব আপন সহোদর ভ্রাতা
রাজ্য ধন সম্পত্তির জন্য বিবাদ বাঁধিলে
শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান দ্বাপর যুগে..!!
এই পৃথিবীতে এসেছিলেন।
রাজ্য দিতে অস্বীকার করে
ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধন কুরুক্ষেত্রের
যুদ্ধের প্রস্তুতি নেয়,মিথ্যাকে প্রশ্রয় দেননি।
পান্ডব পুত্র অর্জুনকে সাথে নিয়ে
যুদ্ধক্ষেত্রে শ্রী ভগবান স্বয়ং
নিজে উপস্থিত ছিলেন।
অর্জুন নিজের আত্মীয় আপনজন প্রাণ হারাবে
সেটা চাননি মন খারাপ করে
রথের উপর বসে ছিলেন।
শ্রী ভগবান বলেছিলেন আমি সব পারি
আমি সবাইকে আগেই মারিয়া রাখিয়া আছি..!!
এই করোনা কালে সব প্রাণী
বিনা অপরাধে পরজগতে চলে যাচ্ছে
আয়ু থাকতে নিয়ে নিচ্ছে।
সবাই আবার আমরা এক হয়ে শ্রী ভগবানকে
সব আমাদের দুঃখের কথা জানাই..!!
আবার আসিবে ধরাধামে জীব মুক্তি পাবে।
সব ভুলে যাও সৃষ্টি ভুলোনা
সৃষ্টির বহুরূপ যখন যেমন..!!
তখন তেমন রূপ ধারণ করেন।
কিভাবে আসবে কেউ বুঝতে পারবে না?
ঈশ্বর অদ্বিতীয় অদৃশ্য নিরাকার
সৃষ্টির কোমল পাদপদ্মে অনেক মিনতি
শত কোটি নমস্কার।।