কবিতার নাম: ধাপে ধাপে
কবি কনক প্রভা বকসী


ধাপে ধাপে দেশে দেশে
খুলে যাচ্ছে সব!!
করানোর ভয় করে না আর
ঘরে বসে থাকছে না আর
মানব প্রাণীরা!!
কত আর অপেক্ষা
করোনা করোনা নিয়ে
ঘরে বসে খাদ্য আহার মিলছে না
শেষ সম্বল শেষ।
কি করবে এই সংকট মুহূর্তে...!!
উপার্জনের অংশ নেবে
যা আছে কপালে..!!
কোন ভয়ের মধ্যে হাবুডুবু খেতে
চাচ্ছে না যে দেশের জনগণ।
তাই তারা দিক-বিদিক
ছুটে বাহির হল কর্মসংস্থানে।