কবিতার নাম: দিনাজপুরের লিচু
কবি কনক প্রভা বকসী


৬৪ জেলার এক জেলা
নাম তার দিনাজপুর।
কথায় আছে চার লিচুতে ভরপুর
জেলার নাম দিনাজপুর..!!
এখানেতে সারি সারি,সবুজ ঘেরা বাগান।
এটি একটি মৌসুমী ফল, বছর পরে আসে।
গাছে ধরে মিলে তাহা,বৈশাখ জ্যৈষ্ঠ মাসে।
দুই মাসে থাকে তারা,আবার চলে যায়।
আবার বছর পরে আসে।।
নানা জাতের হরেক নাম..
বোম্বাই চায়না মাদ্রাজি,আরো কতকিছু।।
থোকা থোকা ধরে থাকে যেন,
লাল টুকটুকে লাল শাড়ির রঙ
খেতে মজা, দেশবাসী চেয়ে থাকে
কবে পাবে, তারা দিনাজপুরের রসে ভরা
সুমিষ্ট লিচু, মুখে দিলে রসে ভরে মুখটি।।