এসে গেল দীপান্বিতা কালীপূজা
কার্তিক মাস অমাবস্যা তিথিতে,
পৃথিবীর সব খানেই..!!
কালীপূজা হয়ে থাকে।


দীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়
নাম হয়েছে দীপান্বিতা..!!
অমাবস্যায় ঘুটঘুটে অন্ধকারে ভরে যায়
দুর্গা দেবী আবার কালীর রূপ ধারণ করে;
মর্ত্যে এসেছেন।


এবার হলেন চতুর্ভুজা চারটি হাত
দুটি ডান হাত,দুটি বাম হাত
বাম হাতের একটিতে খরগো নিয়েছেন
যত অসুরের সাথে দেখা হচ্ছে।


কেটে কেটে মুন্ডুর মালা
গেঁথে গলায় পড়েছেন
হাত দিয়ে কোমর বিছে বানিয়েছেন
ভাগ্নে শম্ভুর মুন্ডু বাম হাতে ঝুলিয়ে রেখেছেন।


দেহে কৃষ্ণ রং ধারণ করেছেন
কৈলাস থেকে যখন মর্ত্যে নেমে আসছেন
তখন থেকেই উন্মাদ হয়ে..!!
পৃথিবীর সব কেটে উজাড় করে দিচ্ছেন।


যেন রণে নেমেছেন
নাম তাঁর রণের কালী
স্বামী মহাদেব সব চুপ করে দেখছেন
বেগতিক দেখে মহাদেব;
মাটিতে শুয়ে পড়লেন।

কালীদেবী আসতে দেখলেন
পদতলে স্বামী ভোলানাথ পড়ে আছেন
তখন লজ্জায় কামড় খেয়ে,
মুখের ভেতর থেকে জিব্বা বাহির করে..!!
দাঁত দিয়ে কামড়ে ফেলেন।


তখন শান্ত হয়ে স্বামীর বুকে,
পা দিয়ে দাঁড়িয়ে আছেন..!!
একশো আটটা নামে কালিকে ডাকা হয়;
মশানকালী, শ্মশানকালী ,রক্ষা কালী ,
জয় কালী, ভদ্রা কালী।।


রচনাকাল: ০৬-১১-২০২০
সময়: রাত্রি ৯:০০ টায়
দিনাজপুর।