দিয়ে যাবো কিছু
কবি কনক প্রভা বকসী


চলে যাবো পরপারে,দিয়ে যাবো কিছু
হাতে দিবো পাঁচটি টাকা,পরনে জামা কাপড়
ক্ষুধার পেটে পাঁচটি টাকায়,খাবে সে কিছু
গায়ে দিবে জামা কাপড়,আর কি তার লাগে।


এইটুকুতে পূণ্য আমার..পরজগতে
বিস্তার হবে অনেক
পূণ্য নিয়ে থাকবো আমি,কষ্ট হবে না
এটুকু যদি না করা যায়।


কি যে কষ্ট আছে পরজগতে..?
ধর্মের বাণী পড়লে পারে,নিজেই বুঝে যাবে
জীবিত যখন থাকে,কিছুই বোঝেনা
বলে ভাবে আমার এই পৃথিবীর
ধনসম্পদ নিয়ে সুখে যাবে দিন।


যায় না তাহা..
ডাক আসিলে চলে যেতে হয়
আওয়াজ করে ডাক‌‌ দেয় না  
কায়দা করে নিয়ে যায়..!!
থাকতে হয় মাটির‌ নিচের ঘরে।


আসার কোন রাস্তা নাই,কাউকে দেখার ভাগ্য নাই
পরজগতের কথা মনে করলে,জীবন কাঁপে থরথর
আর বলি না ভালো থাকো,সত্যের সন্ধান করো
পারলে কিছু দিয়ে থাকো,শান্তি পাবে প্রাণে।


মনটা করবে উদার উদার
তাহলে দিতে কোন কষ্ট হবে না
আগে চাই মনটা উদার
সবই হাসিল হবে।


রচনাকাল:১২-০৮-২০২০