সকাল হলো ঘুম ভাঙলো
কানে বাজলো ঢাক
ধপধপা শব্দে আমায়
পাগল করে দেয়।


পড়তে আমার মন বসে না
বুক ধড়পড় করে
শিব কাকার বাড়ি হতে
শব্দ আসে ভেসে।


বাবা তুমি কোথায় যাবে শুনি..?
একটু দেরি করো
বাজার থেকে নতুন বস্ত্র
কিনে আনবো বাড়ি।


মা-বাবা কেন এত দেরি করে..?
নতুন বস্ত্র আনলে ঘরে
সবাই মিলে দেখতে যাবো
দুর্গাদেবীকে‌।


এক নিমিষে পৌঁছে গেলাম
দেবীর মন্দিরে
দশ হাত নিয়ে দাঁড়িয়ে আছে
নাম হয় কি তাঁর।


বুকের মধ্যে ফুঁড়ে কেন..?
রক্ত ঝরে পড়ে
দুর্গাদেবী অত্যাচারী অসুরকে
বধ করতে ধরায় এসেছে।


কি অপরাধে বধ হলো..?
শক্তিশালী অসুর
পৃথিবীকে ধ্বংস করতে
এসেছিল অসুর।


দশ হাতের অস্ত্র দিয়ে
প্রতিবছর আশ্বিন মাস ষষ্ঠীতে তিথিতে
দূর্গা দেবী বধ করতে আসে।।


রচনাকাল: ১৭-১০-২০১৮
সময়: সকাল‌ ১১:০০ টায়
দিনাজপুর।