একা একা


একা একা ফাঁকা ফাঁকা
বসে আছি আনমনে
পড়ি বই মনে হলে
ভাসে কথা মনে মনে।


কি যে করি একা একা
ভেবে না পাই কোন কথা
তাকিয়ে থাকি সুদূর পানে
দেখি বসে আছে কে যেন,
জানালার পাশে।


উঁকি দিচ্ছে চারিপাশে
সে ও কি একা একা
বসে আছে আমার মতন
কে আসবে কাছে;
হবে সঙ্গি।


বলবে দুটি কথা হেসে হেসে
কে জানে আছি
আমি একা একা তাই
আসবে কাছে যোগাবে
মনের খোরাক।


নিজেকে নিজের সাথে
বেঁধে রাখো..!!
কেউ আসবে না
বলবে না মনের দুটি
ভালো কথা।


আরো বিরক্ত করবে ছাড়বে
তখন মনটা ঘাবরায়ে যাবে
হবে অনেক দুঃখ অনুশোচনা
তাই থাকো একা একা,
পড়ো বই ধীরে ধীরে;
ঘুচবে তোমার একাকীত্ব।।


তারিখ:০৭-১২-২০২১
সময়: বিকেল ০৫:৩০ টায়
দিনাজপুর।