এখন কি হবে?
কবি কনক প্রভা বকসী


চলে গেল গতরাত্রে করোনায় আক্রান্ত হয়ে
নীলরতনের বাবা-মা তাহার কেউ থাকলো না
চার বছরের শিশু দায়ভার এখন কে নিবে..?
থাকল পড়ে আলিশান বাড়ি ধন-সম্পদ।।


এর মালিক কে হবে..?
কে আছে তার আপন জন..?
কে করবে তাকে লালনপালন..?
নিথর দেহ পড়ে আছে বাবা মায়ের...!!
ছোট্ট শিশুটি কেবল বাবা মাকে জড়িয়ে চিৎকার করে।।


কেঁদে যাচ্ছে দূর থেকে সবাই উঁকি দিয়ে দেখছে
করোনার ভয়ে অন্যরা আসতে বাধাগ্রস্ত হচ্ছে..!!
কখন খবর যাবে জনপ্রতিনিধির কাছে..
আসবে কখন তাঁরা?


ততক্ষণে ছোট শিশু নীলরতন মৃত্যুর
কোলে ঢলে পড়ার আশঙ্কা..!!
কান্নায় গলা শুকিয়ে মারা যাবে মনে হয়।
করোনায় সামাজিক দলকে অসামাজিক।।


হতে বাধ্য করেছে,সম্পদ বা কি  জীবনের বা কি
কোথায় থাকবে সম্পদ,কোথায় থাকবে জীবন
অন্ধকারে সব মিলিয়ে যাবে।।