এককালীন দেয় না
কবি কনক প্রভা বকসী


মানব জীবকে বলে পাঠাই
তোমরা ধরাধামে যাও
খাও-দাও কর্ম করো
আবার ফেরত এসো
ফেরত যেতে চায় না
ভয়ে ভয়ে থাকে।।
কবে যে ফিরে যেতে হবে
মোহ মায়া নিয়ে পৃথিবীর
সুখ শান্তি ভুলতে পারে না
ভাবে কেন যে সৃষ্টি
আবার নিবে ফেরত
দিয়েছে দিয়েছে ভালোই দিয়েছে
আত্মাটা তবে রাখো।।
নিজের মত চলি
কেন তুমি দিলে না আত্মাটা
এককালীন করে।।
ফেরত যদি না নিতো মৃত্যু হতো না
ফেরত নিলে মৃত্যু হয়
দেহ থেকে শক্তি বস্তু বের করে নেয়
আসে তবে জমরাজা চুপি চুপি করে
ইহার দেখা মিলে না করোনার মতো।।