আশ্বিন হলো শেষ  
এসে গেল কার্তিক
আনলো মাঠে পাকা ধান
কৃষক হাসে মিটিমিটি।


কবে আনবে ঘরে ধান..?
ধান কাটিবে..!!
মাঠে তৈরি হবে রবিশস্যের বাহার
বৃষ্টি এখন লুকিয়ে গেছে।


আসবে এখন ভোরের বেলার শিশির
শিশিরে শিশিরে ভরে যাবে
রবিশস্যের কলেবর..!!
শীতের সবজি খেতে মজা,
খাবে শীতের চাদর মুড়ি দিয়ে।


শিউলি ফুটবে সাঁঝ রাতে
গন্ধে ভরবে বাড়ি খানা
শিউলি ফুলের মালা পড়ে
গায়ের বধু আনতে যাবে।


নদীর ঘাটের জল
ফুলের সুবাসে ভরে যাবে
আঁকাবাঁকা পথটি..!!
কত বাহার এই ভুবনে..?
নাইকো তাহার শেষ।


"ফুলের মত জীবন গড়ে
সুবাস ছড়ায় দুই হাতেতে"।।


রচনাকাল:  ১৯-০৯-২০২০
সময়: সন্ধ্যা ৭:০০ টায়
দিনাজপুর।