বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম মহাপ্রয়াণ দিবস


কবিগুরু ১৯৬১ সালের বাংলা ১৩৪৮
২২ শে শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন
ঐ দিন কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেছেন
কবির মৃত্যু বেদীতে ফুলে ফুলে ভরে উঠবে।


পুরনো স্মৃতি সবার মাঝে
ঢেউয়ের মতো ভাসতে থাকবে
তাঁর রচিত সুর সবার অন্তরে
বাজতে থাকবে।


২২শে শ্রাবণ এলেই
সবার চোখে অশ্রু ঝরে
কবি সবার মাঝে আছেন
তাঁহার সাহিত্যকর্ম সব সময়
মনে করিয়ে দেয়।


তিনি হাজারো পুথির মধ্যে বসে আছেন
খুললেই দেখতে পাচ্ছেন
কবিকে নমস্কার
আমরা যেন বাইশে শ্রাবণ না ভুলি।


মৃত্যু যখন ঘিরে ধরেছে
তখনও তিনি গান লিখে গেছেন
"আমার দিন ফুরালো
ব্যাকুল বাদল সাঁঝে
গহন মেঘের নিবিড় ধারারও মাঝে।।