ফুল করে তৈরি সুবাস,
অন্যরা ঘ্রান নেয়;
সুগন্ধি উপভোগ করে
ফুল বিলায় দেয়।


মানুষ অর্থ-সম্পদ গড়ে,
নিজের কাছে রাখে;
ফুলের মতো বিলিয়ে দিতে চাহে না
ফুলের পবিত্র ধারা।


নাই কোন হিংসা ফুলের,
পৃথিবীটাকে সৌন্দর্যে ভরিয়ে ফেলে;
ফুলের মতো এত সৌন্দর্য
কেউ আনে না বহন করে।


গন্ধ নেই রাশিরাশি,
আঁচলেতে বেঁধে রাখে;
পাবে অনেক আনন্দ
মোদের ফুটন্ত হয়ে থাকতে দাও।


বেলার মতো ডুবে যেতে চাই না,
ডুবলে আবার জেগে উঠবো;
আবার ধরিবো গাছে,
ভুলো না ফুলের সুবাসকে।।


রচনাকাল: ০৯-০৮-২০২০
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর ‌।