কবিতার নাম: হাড়িভাঙ্গা
কবি কনক প্রভা বকসী


রংপুর বিভাগের শ্যামপুরের হাড়িভাঙ্গা আম
হাড়িভাঙ্গা আম খুব প্রসিদ্ধ সুমিষ্টি ফল
জ্যৈষ্ঠ আষাঢ় এ দেশের সর্বত্রই পাওয়া যায়।
ভাঙ্গা হাড়িতে জন্ম নাম হয়েছে হাড়িভাঙ্গা
শ্যামপুর প্রবাসী এনেছিলেন প্রবাস থেকে
গোটা কতক আম।।
বাড়িতে এনে খেয়ে ফেলেছিলেন আমের আঁটি
বাড়ির পাশের জঙ্গলে..!!
বেশ কিছুদিন পর হঠাৎ দেখতে পেলেন ভাঙ্গা হাড়ির
ভিতর জন্ম নিয়েছে সুন্দর চারা গাছ
রোপণ করলেন নিজের মাটিতে..!!
গাছ বেড়ে উঠলো ফল পেতে শুরু করল..
ফল খেয়ে মন ভরে..!!
গাছ থেকে দুই চারটি কলম চারা তৈরি করলেন।
একে একে এইভাবে বাগানে ভরে গেল
বিক্রি শুরু হলো..!!
সেই থেকেই প্রসিদ্ধ আম অনেক জেলায় ছড়িয়ে পরলো।।
এখন রংপুর বিভাগের প্রায় নার্সারিতে
ইহার কলম পাওয়া  যায় লাগিয়ে রাখো
বাড়ির কোণে দিঘির পাড়ে।।
এই হাড়িভাঙ্গা আমের চারা গাছ
লাগাবে গাছ ধরবে ফল খেতে পাবে মন ভরে
এই সুমিষ্টি হাড়িভাঙ্গা আম।।
হাড়িভাঙ্গা নাম শুনলে মনে হয়..
হাড়িভাঙ্গা এ আবার যে কেমন?
এর যে কতগুণ..!!
এক আটিঁ ছড়িয়ে দিয়েছে হাজার হাজার
আমের বাগান ভাবলে অবাক লাগে
কিছু কিছু জিনিসের জন্ম বৃত্তান্ত
অবাক করে দেয়।।