কবিতার নাম: হাতে হাতে
কবি কনক প্রভা বকসী


মাঠে বসেছে কাঁচাবাজার
হাতে হাতে ব্যাগে ব্যাগে
যাচ্ছে তাহা বাড়ি বাড়ি
কোনও চিন্তা নাই...!!
করোনা বন্ধ করেছে সাবেক বাজার
তাতে কি আছে..?
অন্য জায়গায় নতুন বাজার
বসেছে যে সারি সারি
মিলেছে কিছু সব..!!
রন্ধন প্রক্রিয়ায় খেতে হবে
সবজি গুলি সব..!
এই দুর্দিনে বেঁচে থাকার
এই খাদ্যই আশার আলো
ভাগ্যে এখন যা জুটে
সেটাই তবে ভালো..!!