হাওয়ার দোলে দুলতে থাকি
আমি কি দুলি তাই..!!
গাছের সাথে লতাপাতার রশি বেঁধে
হরষে খাই দোল।


গাছটা হঠাৎ মরে গেল
কোথায় খাবো দোল..?
কচি মনে ভয় আমার
কেন মরে গেল..?


হাওয়া খাওয়ার সাধের গাছটি,
দুদিন পরে দেখি আমি
দাদু মরে পড়ে আছে;
ঘরের খাটের উপরেতে।


ডাকি তারে কয় না কথা
ডাকবে কে আমায় আদর দিয়ে..?
আমি একদিন দাদুর মত..!!
চলে যাবো দাদুর কাছেতে ।


গাছ গেল দাদু গেল
আমি ও যাবো
যায় কেন সব চলে..?
ছোট ভাইটি লাগিয়েছে,
উঠানের কোণে একটি পেয়ারা গাছ।


বড় হতে থাকে..
গাছটিতে দোল খাবে
আমার আদরের ছোট বোন
আসবে যাবে সব হবে,
এই পৃথিবীর নিয়ম।।


রচনাকাল: ০৫-১১-২০২০
সময়: দুপুর ২.৫৫ টায়
দিনাজপুর