ইতিহাস হারিয়ে যাচ্ছে
কবি কনক প্রভা বকসী


নবাবী আমল বাদশাহ আমল,
রাজার আমল সব আজ কালের..!
সাক্ষী রেখে আমল শেষ হয়েছে;
কত জানা অজানা অস্তিত্ব
সব হারিয়ে গেছে।
যেটুকু আছে ধরে রাখতে পারলে,
ইতিহাস আবার নতুন,
জীবন ফিরে পেতো;
এই ইতিহাসের পিছনে কে আছে..?
সবাই আজ নিজ ঘরমুখো
পিছনে ফিরতে চায় না,
নিজে একটা বড় কিছু করে
নিজের নিয়ে থাকবে।
জনদরদি দেশ দরদী,
খুঁজে পাওয়া কঠিন;
সোনার আমল চলে গেছে..!!
রয়ে গেছে জটিল সময়
ইচ্ছা জাগলে আবার পুরনো
ইতিহাস জেগে উঠবে।‌।


রচনাকাল: ০১-০৮-২০২০
সময়: সন্ধ্যা ৬:২০
দিনাজপুর