যাওনা কেন বনে...?
খাওনা কেন মধু..?
মৌচাকের মধু যদি করি আহরণ
দিবে আমায় কামড়।
দেহের কোনায় কোনায়;
হুল ফোটাবে..!!
অসহ্য যন্ত্রণা পেতে হবে।
আবার মৃত্যু হতে পারে,
সবকিছু চিন্তা করে
যায়না বনে মধু আনতে,
অনেক কষ্টে জোগাড় করে;
মৌমাছিরা মধু।
তাদের আহার নিয়ে আসা
এটা একটা বড় অপরাধ
বলতে পারে না কিছু,
সুযোগ বুঝে কামড় দিয়ে;
জানায় তাঁরা মধু নিতে আসা।
ক্ষুদ্র প্রাণীর জোগাড় করা
হয় না তাহা ভালো‌ একটি কাজ।।


রচনা কাল: ৫-১১-২০২০
সময়: রাত ১:০০ টায়
দিনাজপুর।