আমি নিয়মিত কবিতা প্রকাশ করি। কিন্তু কালবৈশাখী ঝড়ের কারনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে কবিতা প্রকাশ করতে না পারার জন্য আমার অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১ তম জন্মজয়ন্তী উপলক্ষে আমার এই শ্রদ্ধা নিবেদন।


কবিতার নাম: জাতীয় কবি
কবি কনক প্রভা বকসী

প্রিয় কবি জাতীয় কবি
শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম
জন্ম তাহার চুরুলিয়া
জেলা বর্ধমান...!!
জন্মেছিলেন কাজী পরিবারে
মাতা তাহার জাহেদা খাতুন
পিতা কাজী ফকির আহমেদ
দশ বছর বয়সে হারান তিনি পিতা।
অন্য নামে ডাকতো তারে
দুখু মিয়া বলে...!!
শৈশবে দিয়াছেন অনেক
সাহসী ও বিরত্বের পরিচয়।
নবম শ্রেণির পড়া শেষে
চলে গেলেন রোজগারের পথে।
কলকাতার আসানসোলে রুটির দোকানে
বহাল হলেন জাতীয় কবি
এক হাতে রুটি আরেক হাতে বই
দোকানেই বসে সাহিত্যকর্ম সৃষ্টি
করতেনও অনেক...!!
চল্লিশ বছর বয়সে বাকরুদ্ধ
হলেন জাতীয় কবি।
তবুও তাহার সৃষ্টিকর্ম ছাড়েননি
বাংলাদেশের মহান নেতা আমাদের
বিদ্রোহ কবিকে জাতীয় কবি নামে
আখ্যায়িত করেন...!!
১৯৭৬ সালে চলে গেলেন ও
গীত কন্ঠে গান গেয়ে বলেও গেলেন
"মসজিদের পাশে আমায় কবর দিও ভাই"
**কবির চরণে জানাই আমার অশেষ ভক্তি**
❤️চির অমর থাকুক আমাদের জাতীয় কবি❤️