জীবন কেন নিঃস্ব হলো..?
কবি কনক প্রভা বকসী


ছিলো সব নাই
নিয়ে চলে গেলো,সেই অগ্নিদেবতা
বসতবাড়িটা কেবল ছাইয়ে
পরিণত করে দিলো
কি থাকলো তাই..?


যে দিকে তাকাই কেবল
কালো ছাইয়ের স্তূপ
আর তাকানো যায় না
মুখ ফিরায়


কি হবে..?
এই ক্ষতি কি পূরণ হবে..?
গোটা শরীর ঝিমঝিম
কেবল চারটি প্রাণী জীবনে
বেঁচে আছি


পোষা কুকুর বিড়াল
কোথায় যে ঠাঁই নিয়েছে..?
তারা খোঁজ করে দেখতে আসেনি
হয়তো তাঁরা জীবনের ইতি টেনেছে


সৃষ্টি আমায় কোথায় রাখবে..?
বট গাছের নিচে কি থাকা যাবে..?
রাত্রে হিংস জন্তু গাছের নিচে
থাকলে মেরে ফেলবে


জীবনটা ছিঁড়ে ছিঁড়ে খাবে
উফ..!! কত কষ্ট
এক অগ্নি কোথায় নিয়ে যায়..?
বাড়ি নাই গাছপালা সম্বল


গাছের ডালে ঘর বাঁধবে কেমনে..?
এক রিকশাওয়ালা দেখতে পেলো
চলো আমাদের বস্তিতে
কষ্ট করে বস্তিতেই থাকো


দুই দিন পর বস্তিতে
আবার অগ্নির তান্ডব
কি আশ্চর্য..?
চোখে চোখে কেবল অগ্নির দেখা


অগ্নি বুঝি পিছু ছাড়বে না
চলো যাবো মাটির নিচে বাড়িতে
সেখানে অগ্নিকান্ড নাই
তাই ভালো হবে


মাটির নিচে যাওয়া দেখা যায় না
দেখতে হলে শেষ ঘুমে যেতে হবে
এতো কেন জীবনের প্রতি অত্যাচার..?
এইতো জীবন


ধরাধামে আসা বিপদ সঙ্গে আনা
তাই বিপদ পিছু ছাড়বে না
তাহলে যতক্ষণ থাকি দেখতেই থাকি