কবিতার নাম: জীবনের জন্য একটি সন্ধ্যা
কবি কনক প্রভা বকসী


পিতা একদিনের জন্য সময়
আবেদন করেছিলেন সৃষ্টিকর্তার কাছে।
তার বড় ছেলে প্রবাসে আছে..!!
অতি শীঘ্রই দেশে চলে আসবে।


ছেলের সাথে পিতার দেখা হবে
কিন্তু বিধিবাম আসার আগেই..!!
করোনায় মৃত্যুবরণ করেন সেই
দুর্ভাগ্য পিতা...!!


ছোট ছেলে এক সপ্তাহ আগে
বিদেশ থেকে এসেছিল
করোনা আক্রান্ত ছিল..!!
ছেলের করোনায় পিতাও আক্রান্ত হয়েছিলেন।


ভর্তি ছিলেন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে
তিনি বুঝতে পেরেছিলেন এই করোনায়..!!
তিনি বাচঁবেন না পৃথিবী ছাড়তে হবে।


যেতে হবে পরপারে তাই
তিনি সৃষ্টির কাছে আবেদন করেছিলেন
শেষ ইচ্ছা পূরণ হলো না..!!
অনেক আশা নিয়ে যেতে হলো।।


মানবের কোন সাধ্য নাই..
তাকে বাঁচাবে ইচ্ছা পূরণ করবে
কেবল সবার মুখে আফসোসের ঢেউ..!!
এসে দোলা দেয়।


মানুষ কষ্ট পায়
কান্দে জীবনে এ কি হাহাকার..?