জীবনটা পরিপাটি
কবি কনক প্রভা বকসী


জীবনকে সবসময় পরিপাটি করে রাখতে হয়
নইলে জীবন অকালেই..!!
নানাব্যাধি জমবে ঝরে পড়বে
শয্যাটা পরিপাটি করে রাখতে হয়।
শয্যা স্বচ্ছ পরিষ্কার হলে ঘুম আসবে,
চোখদুটি ভরে...ঘুম জীবনকে সতেজ করে
বাঁচিয়ে রাখে শরীরের ক্লান্তি দূর করে।
স্বাভাবিক জীবনে ফিরে শক্তি যোগায়;
তাই ঘুমের প্রয়োজন..!!
শয্যা যেমন পরিপাটি পরিষ্কার;
স্বচ্ছতা জীবনের সমৃদ্ধি বয়ে আনে,
মনকে রাখে হাসিখুশি প্রফুল্ল।।


রচনা কাল:১০-০৯-২০২০
সময়: সকাল ১০:২০
দিনাজপুর