যুগ বদলে গেলো
কবি কনক প্রভা বকসী


শ্যামসুন্দর বাড়ির সুধাংশু বালার
মৃত্যু হলো শাস্ত্রমতে শেষকৃত্য শেষ করল...!!
এরপর পারলৌকিক ক্রিয়া আরম্ভ হবে।
ব্রাহ্মণ মন্ত্রের মধ্যে দিয়ে নানা যজ্ঞের
মধ্য দিয়ে শ্রাদ্ধ কাজ শেষ করলো।
মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য
সব ধর্মেই সমাজপতিদের ভোজের আয়োজন করা হয়।
সুধাংশু বালার মৃত্যুতে ভোজনের আয়োজন করা হয়েছে নিমন্ত্রণ আগে থেকেই পাঠানো হয়েছে।
সমাজপতিরা ভোজনে কোন উপস্থিতি নাই
নিমন্ত্রণের কারো যোগদান নাই।
করোনার ভয়ে করোনার বিশাল ক্ষমতা
করোনা সমাজকে আটক করেছে।
অনুষ্ঠান বন্ধ করেছে...!!
পারিবারিক ভোজন ব্যবস্থা উঠায় দিয়েছে।
শাস্ত্রে আছে... যত লোকজনকে ভোজন করাবে তত আত্মার শান্তি হবে...!!
আর সমাজপতিদের শান্তি কামনাটি
নিজেরাই যতটুকু পেরেছে আত্মার শান্তি চেয়েছে।
কোনও জুলুম করে এনে ভোজন করা যাবে না
কেউ জীবন হারাতে চাইনা।
ভোজনের প্রতি কোন লোভ নাই..!!
কেবল করোনা থেকে বাঁচার পথ খুঁজছে।।