কে দিবে সাঁঝের বাতি..?
কবি কনক প্রভা বকসী


একে একে গত হয়েছে
কেউ নাই আর বেঁচে
সন্ধ্যাবেলায় মন্দিরেতে
কে জ্বালাবে বাতি..?
শূন্য বাড়ি পড়ে আছে


আঁধারে ঘিরেছে বাড়ি
আগাছা আর লতাপাতায়
ঢেকে নিয়েছে বাড়ি
ছিলো জমিদার জ্ঞানদা চৌধুরী
লোকসমাগম ছিলো।


চলে গেছে জমিদার বাবু
হারিয়ে গেলো সবই
মন্দিরেতে আলো জ্বলে না
শঙ্খ বাজে না।


বিলুপ্ত হলো কালের প্রথা
জনম জনম পড়ে থাকবে
আর জ্বলবেনা বাতি
উত্তরাধিকার তারাও নাই।


সব যে গেছে একই জায়গায়
আর হবে কে উত্তরাধিকার..?
জ্বলবে তখন বাতি
কালে কালে যুগে যুগে
কত হয়েছে এমন বাড়ি।


থাকে শুধু জঙ্গলে ভরা
কাছে যেতে ও ভয়
সাক্ষী কেবল চারপাশে ঘেরা
জঙ্গলেরই স্তূপ।।


রচনা কাল: ৪-০৯-২০২০
সময়: ৭:৩০
দিনাজপুর