কালবৈশাখী আসছে ধেয়ে
চিন্তা সবার মাথায়
ভেঙে চুরে চুরমার করবে
বসতবাড়ি উড়ায় নেবে
মাথা গোঁজার ঠাঁই
যে হারিয়ে যাবে
বৃক্ষ কাছে হানা দেবে
ভেঙে ফেলবে ডালপালা
কচি আমের কপাল হবে শেষ
যতই করুক চুরমার
তবুও আসবে কালবৈশাখী
নতুন রূপে নতুন সাজে
একটি মাসের জন্য
ঠাঁই করে নেবে নিজ দায়িত্বে।।


রচনাকাল:০১-০৪-২০২১
সময়: রাত্রি ১:৪০ টায়
দিনাজপুর।