জাতীয় কাজী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আমার এই শ্রদ্ধা জ্ঞাপন


জাতীয় কবি কাজী নজরুলের ৪৪ তম মৃত্যু দিবস
কবি কনক প্রভা বকসী


কবির জন্ম ১৮৯৯ সাল, মৃত্যু ১৯৭৬ সাল
১২ই ভাদ্র ১৩৮৩ সাল বাংলা
ঢাকার পিজি হাসপাতালে‌ ওইদিন
চিরদিনের জন্য চলে যান ইহজগত ছেড়ে।


রেখে যান তাঁর সাহিত্য ভান্ডার
বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম
পিতা-ফকির আহমেদ মাতা জাহেদা খাতুন
ষষ্ঠ ভাই-বোনের মধ্যে কবি ছিলেন সবার ছোট।


১৯৭২ সালে বাংলার বন্ধু মহান নেতা
কবিকে বাংলাদেশ আনেন এবং
জাতীয় কবিতে ভূষিত করেন
মৃত্যুর আগে কবি বলেছেন...


ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
সমাহিত করতে...!!
কবির কথামতো তাহাই করা হয়
ময়মনসিংহের ত্রিশালে পুলিশ ইন্সপেক্টর
কবিকে বর্ধমান থেকে নিয়ে আসেন।


ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে ভর্তি করিয়েছিলেন
এক বছর পর আবার চলে যান
ত্রিশালে কবির নামে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়..!!
কবির মৃত্যুর আগে কবিপত্নী ও এক ছেলে বিয়োগ হয়।


এখনও কবির পরিবারের অনেকেই বেঁচে আছেন
মৃত্যু দিবসে কবির আত্মার শান্তি কামনা করে
কবিকে জানাই অন্তর ভরা শ্রদ্ধা।।


(উৎসর্গ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মহাপ্রয়াণে)


ভালো লাগলে অবশ্যই জানাবেন।


রচনাকাল: ২৭-০৮-২০২০
রাত্রি: ১২:০০
দিনাজপুর।