কেমনে দিবো পাড়ি..?
কবি কনক প্রভা বকসী


খেয়া পাড়ে এসে দেখি,নৌকা ঘাটে নাই
বাড়ি আমার যেতে হবে,কেমনে যাব আমি..?
সাঁতার জেনেও লাভ হবে না
বেঁচে নাই যে কোন কূল কিনারা।।


বন্যায় প্লাবিত করেছে,কোথায় তীর কোথায় উঁচু
কোন চিহ্ন নাই, এই অজানা তীরে সাঁতার দিতে গিয়ে
প্রাণটা বাঁচবে কিনা, তার ভরসা ও নাই
প্রকৃতির কখন জ্ঞান ফিরবে।।


তখন তুলে নেবে বন্যার প্লাবিত বারি
জাগবে তীর জাগবে মাঠ,এখন কেবল অপেক্ষার প্রহর
কোথাও আশ্রয় নাই,সবাই আছে ভাসমান হয়ে
কে দেবে আশ্রয়।।


সবার জীবন সবাই‌ নিয়ে হচ্ছে টানাটানি
তার মধ্যে অতিথি সেবা দিবে কেমন করে..?
অতিথির কপালে যেটুকু দুর্ভোগ,তাহা হবে অনিবার্য
তারপরেতে মুক্তি মিলবে সুদিন ফিরে পাবে।।