কেন গেলে বাবা..?
কবি কনক প্রভা বকসী


প্রভু এসে ডাক দিয়েছে,চলে গেছি তাহার ডাকে
তুমি মোদের আপন ছিলে,
এখন মোরা কোথায় আপন পাবো..
মোদের ছেড়ে তুমি থাকবে কেমন করে..!!
সবাই থাকে একা,সঙ্গীর সাথী কেউ হয় না।।


একে একে সবাই সেথায় জমা হয়ে থাকে
কেউ থাকবেনা..এই দুনিয়ায় যেতে হবে সবার
কেউ আগে কেউ পরে,যাওয়ার রাস্তা করে রেখেছে
যায় না কোন বিমানে চড়ে,যায় না কোন যানবাহনে।।


আত্মা যখন বের করে নেয়,আপনি থেকে নিদ্রা যায়
উঠা বসা কিছুই পারে না,কেবল থাকে নিদ্রা নিয়ে
বাড়ি থেকে কাঁধে করে,নিয়ে চলে স্থির গন্তব্যে
ঐখানে তে সবাই আছে,চিরনিদ্রায় মাটির নিচে।।


শায়িত হয়ে আছে...জীবের ঠাঁই মাটির নিচে
আর কোথাও না...?
এমনি ভেবে যেতে হয়..!!
রক্ষা করার কোন উপায় নাই।।