খাঁচায় আছে বন্দি পাখিটি
চেয়ে চেয়ে দেখে
চোখ দুটি দিয়ে অশ্রু ঝরে
ভাবে কবে ছাড়া পাবো..!!
মুক্ত আকাশে।


মুক্ত আকাশে ডানা মেলে
নীল আকাশে উড়ে বেড়াতে চাই
বন্দী থেকে উড়ে বেড়ানোর
আসা হবে বৃথা।


কোন নিষ্ঠুর আমায় ধরে
এনে বন্দি করে রাখে তাহার কাছে
বাবা-মা কেঁদে বেড়ায়..!!
আমার ছানা কে করেছে চুরি..?


বন জঙ্গলে খুঁজে বেড়াবে
অন্দরমহলের সন্ধান পাবে কেমন করে..?
পাখিরা বেড়ায় উড়ে উড়ে
সহজেই ধরা পড়ে।


থাকতে হয় খাঁচায় বন্দী হয়ে
খাঁচা তাহার মৃত্যু কুঠির
খাঁচায় জীবন হবে অবসান
জন্ম আমার সার্থক না।


থাকতে হলো খাঁচায় বন্দী হয়ে
আবার যদি জন্ম নিয়ে আসি..!!
বৃক্ষ হয়ে জন্ম নিবো
ছায়া দিবো সকল মানবকে,
এই ভরসা রাখি।


রচনা কাল: ০৫-১০-২০২০
সময়: দুপুর ১২:৪৫ মিনিট
দিনাজপুর