খালের ধারের বক পাখিটি
কবি কনক প্রভা বকসী


দাঁড়িয়ে আছে দুই পায়েতে ভর
লম্বা একটি ঠোঁট
ধবধবে সাদা রঙের পাখি
এ যেন গাভীর দুধের‌ মত
সুযোগ পাবে মাছ ধরিবে
লম্বা একটি ঠোঁটে।।
মাছ ধরলে উড়াল দিবে
নীল আকাশের মাঝে
চালাক বক পাখিটি
খাবে কোথায় গিয়ে।।
গাছের ডালে বসলে পারে
খেত মজা করে..!!
শূন্য আকাশে ঘুরতে ঘুরতে
মাছটি পরে যাবে।।
এইতো হল কপাল
বাঘের গলায় হাড় বিঁধিল
বকের কাছে গেল।।
বলে আমায় হাড় উঠালে
অনেক মাছ‌ দিবো..!!
হাড় উঠিলো মাছ চাহিলো
বলে গিলে খাইনি তবে ভালো।।
আবার কেন মাছ..?
ভয়ে পালালো বক পাখি
মাছ তার ভাগ্যে লিখা নাই।।
বোঝা গেল উপকার করলে
সাজা পেতে হয়।।
"যে উপকারে জীবন যাবে
সে উপকার না করাই ভালো!!"