ক্ষেত পাই না ক্ষেতের ফসল
ফসল খাই চাষি
এ কেমন অবিচার..?
ক্ষেতের জমি কেটে কেটে..!!
খণ্ড-খণ্ড করে ফলায় চাষি ফসল।


ক্ষেতকে দেয় না একমুঠো ধান
কৃষক ভরে গোলা
কৃষক হাসে মুচকি হাসি
বলে এবার ধানে আমার,
গোলা ভরে গেলো।


সামনে বছর পারলেই তৈরি করব
বড় করে গোলা..!!
মাটির দেহ কেটে কেটে,
ফসল আনলো ঘরে।


দিতো একটু বসুমতীকে
খেতো মজা করে,
খাই না তাহা বসুমতি..!!
চুপ চাপ সদাসর্বদা।


যতই করুক উলটপালট
যতই খোঁড়াখুঁড়ি.!!
জন্ম থেকে বোবা হয়ে আছে
মানুষের মাঝে।


কেড়ে নেয় না চাষীর ফসল
তোমরা খেয়ে বাচো..!!
আমার বুক চিরে চিরে,
তৈরি করে নিও,
যত ইচ্ছা পারো।


বাঁচতে হবে ফসল খেয়ে,
নইলে জীবন যাবে
সৃষ্টি করেছে সৃষ্টি মাটি,
দায়িত্ব দিয়েছে মোদের।।


রচনাকাল: ২৮-১০-২০২০
সময়: সন্ধ্যা ৭:০০ টায়
দিনাজপুর।