কবিতার নাম: খোলা আকাশ
কবি কনক প্রভা বকসী


খোলা খোলা সবই খোলা
খোলা বিশ্ব আকাশ বাতাস
লোকডাউনে বন্ধি ঘরে থেকেও বা কি হবে?
বাড়িটিও দাঁড়িয়ে আছে
খোলা নীল আকাশের নিচে..!
নিয়ম মেনে চললে পরে
করোনা জয় হবে
অদৃশ্য এই মরণঘাতি..!
কেউ পাবে না দেখা?
দেখতে তারে পাবেও নাকো
হাজার করেও চেষ্টা
আশা নিয়ে বসে আছে সমগ্র জাতিটা  
কবে তারা স্বস্তি পাবে
কবে ঘুমাবে মখমলে বিছানায়
প্রভু প্রভু বলে তোমায়
দিচ্ছি কত ডাক..!
সাড়া কেন দিচ্ছো না..?  
এই করোনা নিধনে...!
আরো যাবে কত প্রাণ ?
আরো কি যে হবে..?
করোনার কথা লিখতে আমায়
চোখে আসে জল...!!