কবিতার নাম: ক্ষমা হবে কি?
কবি কনক প্রভা বকসী


করোনাই প্রতিনিয়ত প্রাণ চলেই যাচ্ছে
মানুষ ঠেকাতে পারছে না
সেবা করতে যেয়ে নিজেই আক্রান্ত হয়ে
মৃত্যুর কোলে ঢোলে পড়ছে
এখানে বিধির আসতেই হবে
প্রভু নিশ্চুপ!!
কি ভাবছেন?
বুঝতেছেন কি?
পৃথিবীতে আসলে মৃত্যু দেখতে হবে
আমি কর্মের উপর ফল দিয়ে থাকি
সবাই এক হও.......
কোটি মানুষ হাত দুটি জোর করে
ক্ষমা চাও.....
আকাশের দিকে তাকিয়ে ক্ষমা চাও
শুনা মাত্রই আসিবেই এই ধরাধামে
সব ক্ষমা হয়ে যাবে.......
আবার সবাই নতুন জীবনে ফিরে আসবে
মুখে হাসি ফুটবে এই করোনা মৃত্যুতে
একটু দুঃখজনক অধ্যায় সূচনা হয়ে থাকবে
যারা পরবর্তীতে পৃথিবীতে আসবে
অধ্যায় এর পাতা পড়ে ডুকরে কেঁদে উঠবে
এ কি ভয়ানক কান্ড!!