কি চাইবো আর
সবই দিয়েছে
কোন কিছু নাই বাকি
আলোর জন্য রাতের বেলা
চন্দ্র তারা।


তাপের জন্য সূর্যকিরণ
ক্ষুধার জন্য মাটির ফসল
পিপাসায় জন্য বারি
দৃষ্টির জন্য চোখ দুটি।


অবসরের জন্য রাত্রি
কর্মের জন্য দিন
সদা সর্বদা দিচ্ছে এনে প্রাণ
সদা সর্বদা নিচ্ছে প্রাণ কেড়ে,
তাঁর হাতেতে সবই কাজ
মানুষ আছে চুপটি করে দাঁড়িয়ে।।


রচনা কাল: ০৬-০১-২০২১
সময়: দুপুর ১২:২৫ টায়
দিনাজপুর।