কবির ভাবনা অনেক
কি যে ভাবছে সবসময়
আনছে মনে নতুন নতুন
ছন্দের মালা।


লিখছে বসে বসে
কেবল ভেবেই যায়
নাই মন কোনো দিকে
ভাবছে আমি কেন দিবো,
অন্যদিকে মন।


মন চঞ্চল বাঁধা কঠিন
তাই শুদ্ধ পবিত্র
ভাবনা মনে আনতে হবে
কান নিজের দেহের সাথে
জড়িয়ে রাখতে হবে।


যেন অন্যদিকে কান না যায়
অন্যদিকে গেলে.!!
সব তিলেতিলে মন থেকে
ঘুন পোকার মতো,
খসে পড়বে‌।


কবির সাধনা ভাবনা
কবির লেখা গতি
স্রোতের মত ভেসে
কোথায় জমা হবে..?
নিজেও বুঝতে পারবে না।।


তারিখ:২৩-১১-২০২১
সময়: সন্ধ্যা ৭:২৫ টায়
দিনাজপুর