কবিতার নাম : কর জোড়
কবি কনক প্রভা বকসী


কর জোড়ে প্রার্থনা করি
প্রভুর কাছে নালিশ করি
মানুষ কেন চলে যাচ্ছে প্রাণঘাতিতে
অসীম শক্তির অধিকারী
সবকিছুতেই তুমি
ধ্যানে মগ্ন কেন আছো?
চলে যাচ্ছে সব ঢেউয়ের মতো
সব মানুষের একই কথা
বাঁচতে চাচ্ছে সকল সময়
তুমি ছাড়া বাঁচাবে না যে কেউ
মানুষ বলছে..প্রাণঘাতিতে
মরণ কেন হচ্ছে আমাদের?