কবিতার নাম: করোনা নিয়ে নেয় আন্তরিকতা
কবি কনক প্রভা বকসী


বিদেশ থেকে আসলো দেবর
সঙ্গে আনলো করোনা
ভয় পেলো এবার হবে সবার করোনা
সাবধানে রাখল মাতা নিজের ছেলেকে
২৪ ঘন্টা না যেতে বড় বৌমা রমা চৌধুরী
করোনার ছোবল ঢুকলো দেহের ভিতরে
সেবার ব্যবস্থা না‌ করে ।।
বলে দিলেন চলে যাও সূত্রাপুরে বাবার বাড়িতে
দুইটা রোগীর সামাল দেওয়া আমার পক্ষে কঠিন
আমিও আবার পড়বো নাকি করোনার কবলে।।
দিন থাকতে পথ দেখো চলে যাও
বাবার বাড়িতেই সুস্থ হয়ে আবার
চলে এসো নাতি-নাতনি থাকবে আমার কাছে
দুর্ভাগ্য কোনমতে পৌঁছালো বাবার বাড়িতে
সেখানে গিয়ে পেলো আচরণ হিংস্র বাঘবাঘিনীর মত..!!
ভাবলো আপন মা বাবার আচরণ এমন কেন হলো?
বহুক্ষণ অপেক্ষা পর নিয়ে যায় চিকিৎসা স্বেচ্ছাসেবকদল।
থাকলে সে যে ১০ দিন ধরে আইসোলোশনে
বাঁচা হলো না ভোর না হতেই জীবনখানা কেড়ে নিলো
এই করোনা নামের প্রাণঘাতী মরণ ভাইরাস
পড়ে থাকলেও সবকিছু জীবনে কি আছে।।