কোথায় গেলো এত বাহার?
কবি কনক প্রভা বকসী


যাচ্ছে পথিক বলে ওগো নদী
তুমি আজ মনে হয় শয্যায় ঘুমায়ে
তোমার গলা ভর্তি বারি
কোথায় গেলো চলে..?
এত স্রোত কলকল ধ্বনি
সব যে গেলো চলে।
প্লাবিত করতে আজ
কেন এত দুর্বল হয়ে তলা দেশে ঘুমিয়ে?
অনেকে করেছে নিঃস্ব
গায়ের পল্লী বধুরা কলস ভরে বারি নিয়ে যায়
বৈশাখের চাতক পাখি পান করে বারি
আকাশ থেকে উড়ে এসে পিপাসা মেটায়।
গরুর পাল আনে রাখাল
ধেনুরা পান করে বারি;
সেচে সেচে কৃষক ফসল ফলায়
তৈরি হয় জীবের আহার সামগ্রী
আমি কত দানশীল.?
ফুরাবে না আমার বারি
বর্ষা আসিবে জাগিয়া উঠিবে
আবার দুই কুল ভরে
আসিও তখন দেখিও
আমার আগের রূপ।


রচনা কাল: ২৮-০৮-২০২০
সময়: সকাল ১০:০০
দিনাজপুর