কোথায় মরার শেষ...?
কবি কনক প্রভা বকসী


অদৃশ্য এক মরণব্যাধি করোনাভাইরাস
বিশ্বজুড়ে হানা দিয়ে খেয়ে ফেলছে সব
আক্রান্ত করে মেরে ফেলেছে
থামার কথা নাই।।


ধূর্তকাক হার মানছে
এর চেয়ে বড় ধূর্ত করোনা ভাইরাস
কাককে তাও দেখা যায়,গাছের ডালে বেড়ায়
তীর ধনুকের বান মারিলে,পালায় দূরে গিয়ে
অপেক্ষার প্রহর গুনছে
মানুষ কবে হবে করোনা শেষ
কবে হবে মরার শেষ।।


বুক ফুলিয়ে চলবে,সবাই হাঁটবে দাপুটে
গেটটা খোলা পাবে সবাই
প্রবেশ পথে নাহি বাধা
সকল বিপদ মুক্ত হোক
জয়ধ্বনী স্থায়ী হোক
উল্লাসে উল্লাসে কেটে যাক জীবনের‌ দিনগুলি।।