কৃপন লোকের আত্মা ফাটে
দান করতে যেমন
বলে সবাই তাঁহার আত্মা
পাথর দিয়ে তৈরি করা তাই ।


তবে কেন দিতে তাহার..?
এত কষ্ট হয়
নিজে খায় না অপরকে দেয় না
সদাই করুণ হাহাকার।


বলে আমার ধন সম্পদ
ক্ষতি হলো অনেক
অশোকপুরের ক্ষিতিশ দত্ত
এসেছিল তাঁহার বাড়িতে।


দুদিন সেবা দিয়ে
ধৈর্য হারায় মূর্ছা যায়
বলে আমার সবই হলো শেষ
এবার যদি কেহ আসে,
দিবো অনেক গালি।


আর কোনো সম্পদ নষ্ট করবো না
আটি করে রেখে দিবো
আমার বুকেতে..!!
আমার ধন আমার কাছে,
থাকবে তাহা সারা জীবন।


শান্তি পাবো স্বস্তি পাবো
জানবো তবে আমার ধন
আমার কাছেই আছে
লোকে যতই বলুক কৃপন আমায়।


শুনবো আমি কানে
কৃপন শুনলে  ক্ষতি নাই
সম্পদ হারালে আত্মা ফেটে যাবে।।


রচনা কাল: ১৭-১০-২০১৯
সময়: দুপুর ১:০০ টায়
দিনাজপুর